raabtabd.com

আমাদের স্বপ্ন ও আমরা

শব্দে, চিন্তায়, সংযোগে

রাবতা কেবল বই প্রকাশের একটি প্রতিষ্ঠান নয়—এটি একটি স্বপ্ন, একটি পথচলা, একটি আলো ছড়িয়ে দেওয়ার প্রয়াস।রাবতা বিশ্বাস করে, বইয়ের বাইরেও রয়েছে একটি বিস্তৃত জগৎ—যেখানে বাস করেন চিন্তাশীল মানুষ, গল্পকার, কবি, আবৃত্তিকার ও গবেষকেরা।সেই জগতকে কেন্দ্র করে রাবতা গড়ে তুলতে চায় এক শুদ্ধ ও সৃজনশীল চিন্তার সমাজ।

রাবতার লক্ষ্য শুধু ভালো বই প্রকাশ করা নয়; বরং আলোচনা-মজমা, গল্প-পাঠ, কবিতা, আবৃত্তি ও সাহিত্যের সুস্থ চর্চাকে ঘিরে গড়ে তুলতে চায় এক উন্মুক্ত বুদ্ধিবৃত্তিক পরিসর। রাবতা চায় সমাজকে উপহার দিতে কিছু সুচিন্তক মননশীল গবেষক ও বরেণ্য লেখক, যারা আগামী প্রজন্মকে আলোকিত করতে পারবেন।সাহিত্যের ভ্রান্ত ও কৃত্রিম চর্চা থেকে তরুণদের সরিয়ে এনে রাবতা তাদের উৎসাহিত করে একটি সুস্থ, গভীর ও মূল্যবোধসমৃদ্ধ সাহিত্যভুবনে। রাবতার স্বপ্ন—একটি সুনির্মল, সুস্থ ও সৃজনশীল প্রজন্ম গড়ে তোলা।

২০২২ সালের ২৬ জুলাই রাবতার পথচলা শুরু হয়। শুরু থেকেই একাগ্রতা ও নিষ্ঠার সঙ্গে রাবতা কাজ করে যাচ্ছে চিন্তার জগতে সচেতনতা সৃষ্টি ও পাঠকসংশ্লিষ্ট সাংস্কৃতিক চর্চা নিয়ে। পাঠক ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় ঋদ্ধ হয়ে রাবতা আশাবাদী—এই ভালোবাসা আগামীতেও পাশে থাকবে, পথ দেখাবে, অনুপ্রেরণা জোগাবে।

রাবতার সামনে রয়েছে আরও বিস্তৃত পরিকল্পনা ও স্বপ্নের মানচিত্র, যা সময়ের সঙ্গে ধীরে ধীরে প্রকাশিত হবে আপনাদের সম্মুখে।

রাবতা থেকে নিয়মিত প্রকাশিত হয় একটি সাহিত্যমুখর ম্যাগাজিন, যার নাম ‘ভাঁজপত্র’। এটি শুধুমাত্র একটি পত্রিকা নয়, বরং চিন্তা, সাহিত্য ও সৃজনশীলতার এক অনন্য সংকলন। পাশাপাশি পাঠক ও গুণিজনদের নিয়ে প্রতি মাসে আয়োজিত হয় ‘চিন্তা যাত্রা’ নামে একটি পাঠচক্র—যেখানে ভাবনার জগত প্রসারিত হয় আলোচনার পরিসরে।বর্তমানে রাবতা-র দিকনির্দেশক হিসেবে দায়িত্ব পালন করছেন দেশের খ্যাতিমান লেখক হামমাদ রাগিব, মাওলানা কুতুবউদ্দিন হাফিজাহুল্লাহ, তরুণ আলেম যাকওয়ানুল হক চৌধুরী এবং বিশ্লেষক ও লেখক হাতিম আল ফেরদৌসী।

ডিরেক্টর ও ফাউন্ডার : লাবীব হুমায়দী
কো ডিরেক্টর: তামিম রায়হান
সম্পাদক: হাবীব হুবায়বী
সদস্য: যায়েদ রহমান

রাবতা কেবল একটি সংগঠন নয়—এটি একটি চিন্তাশীলতার আন্দোলন, একেকটি তরুণ মননের নিরবধি অভিযাত্রা।

রাবতা পরিবার

রাবতাকে ঘিরে আমাদের স্বপ্নের শেষ নেই। স্বপ্ন দেখতেই থাকি; হয়তো একদিন সেই স্বপ্নই বাস্তব হয়ে উঠবে। নিজেদের সামর্থ্যের সীমানা পেরিয়েও আমরা স্বপ্ন দেখি; কারণ জানি, আল্লাহ চাইলে এক মুহূর্তেই "কুন" বলে সব স্বপ্ন সত্যি করে দিতে পারেন। আমরা চাই শুদ্ধতা ও শুভ্রতার পথে চলতে। সাহিত্য-সংস্কৃতির নোংরা স্রোত থেকে তরুণদের বাঁচিয়ে নিতে চাই নিরাপদ তীরে। আমাদের পথচলা নিজের স্বার্থের জন্য নয়; বরং দেশ ও উম্মাহর কল্যাণের জন্য। এই যাত্রায় আমরা বিশ্বাস করি, পাঠক ও শুভাকাঙ্ক্ষীরা সবসময় আমাদের সাথে থাকবেন, পাশে দাঁড়াবেন।
লাবীব হুমায়দী
ফাউন্ডার, ডিরেক্টর
আসসালামু আলাইকুম, আমি তামিম রায়হান । দক্ষিন ইতালির বোলোনিয়া থেকে রাবতার সাথে স্বপন বুনে যাচ্ছি । যেই স্বপ্ন আমরা ছড়িয়ে দিতে চাই প্রজন্ম থেকে প্রজন্ম । পড়াশোনা করছি ইনফরম্যাটিক্স নিয়ে, যেখানে প্রযুক্তি ও জ্ঞান একসাথে মিলিত হয় । তবে আমি বিশ্বাস করি, সভ্যতার বিপ্লব শুধু প্রযুক্তির মাধ্যমে নয় বরং বইয়ের আলোয় জ্ঞানের মুক্ত উদ্যানে অগাধ বিচরনের মাধ্যমেই সত্যিকারের বিপ্লব ঘটানো সম্ভব । আমি রাবতার মাধ্যমে সেই বিপ্লবের বার্তা ছড়িয়ে দিতে চাই দিক দিগন্তে ।
তামিম রায়হান
কো ডিরেক্টর
আসসালামু আলাইকুম। আমি হাবীব হুবায়বী। সূচনালগ্ন থেকে রাবতার সঙ্গে আমার পথচলা। শুরুতে খুব ছোট্ট স্বপ্ন ছিল আমাদের৷ আজ তা একটু একটু করে বড় হচ্ছে। রাবতা তরুণদের জন্য এক নতুন জানালা খুলে দিয়েছে, যেখানে তারা নিজেদের দেখার পাশাপাশি নিজেদের স্বপ্ন দেখে। আমি এই যাত্রার সঙ্গী হতে পেরেছি, এটাই আমার বড় পাওয়া। রাবতা ধীরে ধীরে এগোচ্ছে। হাটিহাটি পা পা করে হয়তো একদিন অনেক দূরে যাবে। সেই দিনের অপেক্ষায় আছি আমরা। আমার কেবল চাওয়া—তরুণদের স্বপ্ন যেন রং পায়; আকার পায়। আর আমরা সবাই মিলে সেই স্বপ্নের অংশ হতে পারি
হাবীব হুবায়দী
সম্পাদক
যদি আমাকে জিজ্ঞেস করা হয়- "রাবতা নিয়ে তোমার স্বপ্ন কী?" আমি বলবো- সদ্য জন্ম নেওয়া শিশুর বাবাকে যদি প্রশ্ন করা হয় "তোমার সন্তানের জন্য স্বপ্ন কী?" সে যে গভীর আবেগে উত্তর দেয়, আমার স্বপ্নও রাবতাকে ঘিরে ঠিক তেমনই । আমার স্বপ্ন, "রাবতা আলো ছড়াক সর্বত্র ।" আমি রাবতাকে কল্পনা করি একটি বিশাল বটবৃক্ষের মতো । তপ্ত দুপুরে ক্লান্ত কৃষক যখন ধানক্ষেত থেকে ফিরে আশ্রয় খোঁজে, গাছের ছায়ায় বসে তার শরীর ও মন দুটোই প্রশান্তি খুঁজে পায়। ঠিক সেভাবেই- আজকের দিনে বামপাড়ার কারণে অনেক উঠতি লেখক দিশাহারা হয়ে ছুটে বেড়াচ্ছে, রাবতা হবে সেই আশ্রয়দাতা বটবৃক্ষ- যেখানে তারা মাথা গুঁজে বিশ্রাম পাবে, সাহিত্য শিখবে, এবং আলো ছড়িয়ে দেবে সর্বত্র । রাবতাকে নিয়ে আমার স্বপ্ন সীমাহীন । আল্লাহ রাবতাকে কবুল করুন ।
যায়েদ রহমান
সদস্য

রাবতা অ্যাডভাইজার্স প্যানেল