রাবতা কেবল বই প্রকাশের একটি প্রতিষ্ঠান নয়—এটি একটি স্বপ্ন, একটি পথচলা, একটি আলো ছড়িয়ে দেওয়ার প্রয়াস।রাবতা বিশ্বাস করে, বইয়ের বাইরেও রয়েছে একটি বিস্তৃত জগৎ—যেখানে বাস করেন চিন্তাশীল মানুষ, গল্পকার, কবি, আবৃত্তিকার ও গবেষকেরা।সেই জগতকে কেন্দ্র করে রাবতা গড়ে তুলতে চায় এক শুদ্ধ ও সৃজনশীল চিন্তার সমাজ।
রাবতার লক্ষ্য শুধু ভালো বই প্রকাশ করা নয়; বরং আলোচনা-মজমা, গল্প-পাঠ, কবিতা, আবৃত্তি ও সাহিত্যের সুস্থ চর্চাকে ঘিরে গড়ে তুলতে চায় এক উন্মুক্ত বুদ্ধিবৃত্তিক পরিসর। রাবতা চায় সমাজকে উপহার দিতে কিছু সুচিন্তক মননশীল গবেষক ও বরেণ্য লেখক, যারা আগামী প্রজন্মকে আলোকিত করতে পারবেন।সাহিত্যের ভ্রান্ত ও কৃত্রিম চর্চা থেকে তরুণদের সরিয়ে এনে রাবতা তাদের উৎসাহিত করে একটি সুস্থ, গভীর ও মূল্যবোধসমৃদ্ধ সাহিত্যভুবনে। রাবতার স্বপ্ন—একটি সুনির্মল, সুস্থ ও সৃজনশীল প্রজন্ম গড়ে তোলা।
২০২২ সালের ২৬ জুলাই রাবতার পথচলা শুরু হয়। শুরু থেকেই একাগ্রতা ও নিষ্ঠার সঙ্গে রাবতা কাজ করে যাচ্ছে চিন্তার জগতে সচেতনতা সৃষ্টি ও পাঠকসংশ্লিষ্ট সাংস্কৃতিক চর্চা নিয়ে। পাঠক ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় ঋদ্ধ হয়ে রাবতা আশাবাদী—এই ভালোবাসা আগামীতেও পাশে থাকবে, পথ দেখাবে, অনুপ্রেরণা জোগাবে।
রাবতার সামনে রয়েছে আরও বিস্তৃত পরিকল্পনা ও স্বপ্নের মানচিত্র, যা সময়ের সঙ্গে ধীরে ধীরে প্রকাশিত হবে আপনাদের সম্মুখে।
রাবতা থেকে নিয়মিত প্রকাশিত হয় একটি সাহিত্যমুখর ম্যাগাজিন, যার নাম ‘ভাঁজপত্র’। এটি শুধুমাত্র একটি পত্রিকা নয়, বরং চিন্তা, সাহিত্য ও সৃজনশীলতার এক অনন্য সংকলন। পাশাপাশি পাঠক ও গুণিজনদের নিয়ে প্রতি মাসে আয়োজিত হয় ‘চিন্তা যাত্রা’ নামে একটি পাঠচক্র—যেখানে ভাবনার জগত প্রসারিত হয় আলোচনার পরিসরে।বর্তমানে রাবতা-র দিকনির্দেশক হিসেবে দায়িত্ব পালন করছেন দেশের খ্যাতিমান লেখক হামমাদ রাগিব, মাওলানা কুতুবউদ্দিন হাফিজাহুল্লাহ, তরুণ আলেম যাকওয়ানুল হক চৌধুরী এবং বিশ্লেষক ও লেখক হাতিম আল ফেরদৌসী।
ডিরেক্টর ও ফাউন্ডার : লাবীব হুমায়দী
কো ডিরেক্টর: তামিম রায়হান
সম্পাদক: হাবীব হুবায়বী
সদস্য: যায়েদ রহমান
রাবতা কেবল একটি সংগঠন নয়—এটি একটি চিন্তাশীলতার আন্দোলন, একেকটি তরুণ মননের নিরবধি অভিযাত্রা।